Tuesday, September 2, 2025
Home খেলা জুলাই রেভ্যুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাবেন সুজুকি মোটরসাইকেল

জুলাই রেভ্যুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ বিজয়ী পাবেন সুজুকি মোটরসাইকেল

জুলাই রেভ্যুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ  বিজয়ী পুরস্কার হিসেবে সুজুুকি মোটরসাইকেল দেওয়া হবে।

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আজ শুরু হওয়া জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ শেষ হবে আগামীকাল শনিবার। এই প্রতিযোগিতায় প্রথমবারের মত স্পনসর করছে বিখ্যাত মোটরবাইক ব্র্যান্ড সুজুকি।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আকর্ষণীয় সুজুকি মোটরসাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন র‌্যানকন গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী।

জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহ।

প্রতিযোগিতায় দলগত ইভেন্ট থাকছে না। ইপি, সেবার ও ফয়েল-এই তিনটি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ১৭৫ জন ফেন্সার অংশ নিচ্ছে।

প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা প্রতিষ্ঠান সুজুকি মোটর বাইক। সুজুকি মোটরসাইকেলের বাংলাদেশে বিক্রয়কারী প্রতিষ্ঠান র‌্যানকন গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী বলেন, ‘আমরা মোটরসাইকেলের যে ব্যবসা করি সেটা তরুণদের জন্য। ফেন্সিংও তেমনি তরুণদের খেলা। আমি মনে করি ফেন্সিং ও মোটরসাইকেল হাতে হাত রেখে এগিয়ে যাবে। এখানে একটি কথা বলতে চাই। আপনারা অনুমতি দিলে পরের প্রতিযোগিতায় স্পনসর করবো মোটরসাইকেল। ঐ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেই দেওয়া হবে সুজুকি বাইক।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব আহমেদ। ফেন্সিংয়ে বরাদ্দ আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন ‘আশা করি, আসন্ন এসএ গেমসে ভাল করবে ফেন্সাররা। সম্প্রতি ফেন্সিং ফেডারেশন বলেছিল, তাদের সহায়তা করতে। সেই প্রেক্ষিতে বলছি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে যে নিয়মিত বরাদ্দ আছে তার বাইরেও আরও ৫ লক্ষ টাকা অনুদান দেব। এটা শুধু এখনই না। এই ধরনের অনুদান অব্যাহত রাখব। তবে এই অনুদানের বিনিময়ে ফেন্সারদের অবশ্যই আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক আনতে হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম বলেন, ‘বর্তমানে ফেন্সিংয়ের কোচ পাওয়া খুব কঠিন। আমরা সিনিয়র ও জুনিয়র কোচ পেয়েছি। কিন্তু এদের বেতন ব্যয়বহুল। ৪-৫ হাজার ডলার মাসিক বেতন দিতে হয়। গতবার যেভাবেই হোক একজন পেয়েছিলাম। এবার তাদের পারিশ্রমিক বেড়ে গেছে। আমি ক্রীড়া সচিবকে অনুরোধ করব, কোনও কিছু না হলেও অন্তত কোচের বেতন যদি স্পনসর করা হয় তাহলে অবশ্যই সামনের দক্ষিণ এশিয়ান গেমসে আমরা ঘুরে দাঁড়াবো এবং গতবারের চেয়ে আমরা আরও ভাল ফল বয়ে আনব।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, ফেডারেশনের সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাউর রহমান সিনহা, সদস্য শফিকুর রহমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান র‌্যানকন মোটর বাইকস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান।–বাসস

RELATED ARTICLES

রাজধানীসহ সারাদেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শিউলি বাহার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর মধ্য দিয়ে রাজধানীসহ...

আজ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

শিউলি বাহার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি,র ) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। সোমবার (১ সেপ্টেম্বর)। এদিন রাজধানীসহ সারাদেশে একাদিক কর্মসূচির আয়োজন করবে দলটি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর...

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে ক্ষুদ্র উদ্যোক্তাদের গুরুত্ব দিতে হবে

পরিবর্তিত অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে ও অর্থনৈতিক উন্নতির জন্য দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাপারে আলাদা গুরুত্ব দেয়ার বিষয়ে মতামত দিয়েছে বিশেষজ্ঞরা। এছাড়াও অর্থনৈতিক সীমানা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক...

রাজধানীসহ সারাদেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শিউলি বাহার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর মধ্য দিয়ে রাজধানীসহ...

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে...

আজ বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

শিউলি বাহার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি,র ) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। সোমবার (১ সেপ্টেম্বর)। এদিন রাজধানীসহ সারাদেশে একাদিক কর্মসূচির আয়োজন করবে দলটি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর...

Recent Comments