নিজস্ব প্রতিবেদক :
সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ বইছে। আগামী বছরের ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে টাঙ্গাইল-৫ সদর আসনে বিএনপির মনোনয়ন পেতে অনেকেই মাঠে কাজ করলেও
টাঙ্গাইল সদরের মানুষের কাছে সবচেয়ে জণপ্রিয় হয়ে উঠেছেন সুলতান সালাউদ্দিন টুকু। কেন্দ্রিয় বিএনপির প্রচার সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি জিয়ার পরিবারের আস্থাভাজন একজন পরিশ্রমী ও ত্যাগী নেতা তিনি।
টাঙ্গাইল সদরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ভোটাররা টুকুর উপরই সবচেয়ে বেশি আস্থা রাখতে শুরু করেছেন। ভোটাদের অনেকের অভিমত যেহেতু, সালাউদ্দিন টুকু কেন্দ্রিয় বিএনপির প্রচার সম্পাদক দলের গুরুত্বপুর্ন পদে আসীন। তিনি এমপি হলে মন্ত্রী সভায় তার স্থান পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি । আর টাঙ্গাইল একজন প্রভাবশালী মন্ত্রীর পদ থাকলে জেলার অভাবনীয় উন্নয়ন ঘটবে। অপর যে সকল প্রার্থী রয়েছেন তাদের অন্তত মন্ত্রীত্ব পাবার কোন সম্ভাবনা নেই। সদরের সাধারন জনগন বিশেষ করে ভোটাররা এসব হিসেব-নিকেশ শুরু করে দিয়েছেন।
গত কয়েক মাসে সালাউদ্দিন টুকু তরুন প্রজন্মেও কাছে একজন আস্থাভাজন হিসেবে আবির্ভুত হয়েছেন। তরুন সমাজকে তিনি স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছেন খেলাধুল ও সাংস্কৃতিক চর্চার মধ্য থাকলে সমাজে ভাল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। এ লক্ষ্যকে সামনে রেখে সুলতান সালাউদ্দিন টুকু ইতিমধ্যে ব্যপক কর্মসুচি হাতে নিয়েছেন। ইতিমধ্যে টাঙ্গাইল স্টেডিয়ামে কয়েক লাখ মানুষের সমাগমের মাধ্যমে ফুটবল খেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশের প্রখ্যাত ব্যান্ড তারকা জেমস তার অসাধারন পারফরম্যান্সে তুরুন প্রজন্মকে উদ্বেলিত করে। সাধরন মানুষ ছাড়াও লক্ষাধিক তরুন অনুষ্ঠান উপভোগ করেন। এরপর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ফুটবল খেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। হাজার হাজার তরুন-তরুনী দেশের নামকরা শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত মেতে উঠে। একই সাথে তরুন প্রজন্ম সুলতান সালাউদ্দিন টুকু এগিয়ে যাও ,আমরা তোমার পাশে আছি বলে স্লোগান দেয়। এছাড়াও সদর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরন কর্মসুচি মানুষের মাঝে দারুন সারা ফেলেছে। সবুজ পৃথিবী বিনির্মানে তার এই কর্মসুচিকে ব্যপকভাবে সাধুবাদ জানাচ্ছে সদরের মানুষ। এরকম বহু ধরনের ধরনের কর্মসুচি নিয়ে সুলতান সালাউদ্দিন টুকু সদরের মানুষের হাজির হয়েছেন। ব্যতিক্রমী কর্মসুচির মাধ্যমে এবং সাধারন মানুষের কাছে নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করছেন।
এদিকে জিয়ার পরিবারের আস্থাভাজন একজন পরিশ্রমী ও ত্যাগী নেতা সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে নানা অপপ্রচার করলেও তাতে অপর মনোনয়ন প্রত্যাশীরা সুবিধা করতে পারেননি । নাম প্রকাশে আনিচ্ছুক দলের হাইকমান্ডের এক সুত্রে জানা যায়, সুলতান সালাউদ্দিন টুকুই হবেন টাঙ্গাইল -৫ সদর আসনের ধানের শীষের কান্ডারী।
এ ব্যাপারে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি তবে টাঙ্গাইল সদরের উন্নয়নের মডেল হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাই । তিনি বলেন সদরের জনগন আমাকে আস্থায় নিয়েছেন। জনগন যদি আমার উপর তাদের আস্থা রাখে আমি অবশ্যই উন্নয়নের মাধ্যমে এর প্রতিদান রাখবো ইনশাল্লাহ।