Sunday , 30 June 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. দুর্ঘটনা
  11. দেশের খবর
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বানিজ্য
  15. বিনোদন

বিপিপিএ ২০২৪-২০২৫ অর্থবছরে এসপিপি পাইলটিং করার পরিকল্পনা করছে

প্রতিবেদক
Admin
June 30, 2024 11:49 pm

নিজস্ব প্রতিবেদক  : টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ১২ ও  লক্ষ্যমাত্রা ১২.৭ অর্জনের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ২০২৪-২৫ অর্থবছর থেকে দেশে টেকসই সরকারি ক্রয় (এসপিপি) পাইলটিং করার পরিকল্পনা করছে।
বিপিপি এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শোহেলের রহমান চৌধুরী ঢাকার এক হোটেলে টেকসই সরকারি ক্রয় বিষয়ে মাস্টার প্রশিক্ষকদের জন্য তিন দিনের প্রশিক্ষণ উদ্বোধনের সময় একথা জানান। বিশ্ব ব্যাংকের সহযোগিতায় বিপিপিএ আয়োজিত এ প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) গত ২৭ জুন বৃহস্পতিবার  শুরু হয়ে গতকাল শেষ হয়।
বিপিপি এর কর্মকর্তাবৃন্দ, জাতীয় প্রকিউরমেন্ট প্রশিক্ষক ও বিভিন্ন  ক্রয়কারী সংস্থার মোট ৩৮ জন  প্রতিনিধি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্বব্যাংক, ঢাকা অফিসের লিড প্রকিউরমেন্ট স্পেশালিস্ট নাগরাজু দুথালুরি এবং স্বাগত বক্তব্য রাখেন অপারেশনস ম্যানেজার গেইল মার্টিন।
এসপিপি প্রক্রিয়ায় পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক উপাদানগুলি যে কোনো পণ্য, কার্য ও সেবার পূর্ণ জীবনচক্রের মূল্য বিবেচনায় নেওয়া হয়- যাতে অর্থের সর্বোত্তম মূল্যমান অর্জন করা যায়। বিশ্বব্যাংক জলবায়ু সহায়তা সুবিধা বাংলাদেশ অনুদানের অধীনে আন্তর্জাতিক পরামর্শক জেলি মোলিনোকে সবুজ প্রকিউরমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রোগ্রামের জন্য নিযুক্ত করেছে। জেলি বিপিপি এর সাথে পরামর্শ করে জিপিপি বা এসপিপি মাস্টার প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ মডিউল তৈরি করেছেন। তিনি এসপিপি মাস্টার প্রশিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছেন।
প্রথাগত সরকারি ক্রয়ের পরিবর্তে এসপিপি বা জিপিপি ব্যবহার করে দেশগুলো এসডিজি অর্জন, পরিবেশগত কার্যক্ষমতা উন্নয়ন এবং টেকসই পণ্য ও সেবার বাজার তৈরি করতে এবং উদ্ভাবনকে চালিত করতে সহায়তা করবে। এটি সামাজিক ও লিঙ্গ সমতার প্রতিও অবদান রাখবে।
বিশ্ব ব্যাংকের সহায়তায় ডিম্যাপ প্রকল্পের আওতায় বিপিপিএ ২০২৩ সালে এসপিপি নীতি প্রণয়ন করে। প্রাথমিকভাবে, এসপিপি পাইলটিংয়ের জন্য ছয়টি পণ্য নির্বাচন করা হয়েছে। এগুলো হল কাগজ ও কাগজজাত পণ্য, অফিস সরবরাহ, কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম ও সরবরাহ, অফিস ও অন্যান্য আসবাবপত্র বা সংশ্লিষ্ট কাঠের সরঞ্জাম, যানবাহন ও অন্যান্য পরিবহণ সরঞ্জাম এবং দাপ্তরিক কাগজ দিয়ে তৈরি প্রকাশনা।
তবে পরিবেশের উপর প্রভাব বিবেচনায় নিয়ে ভবন ও সড়ক নির্মাণ, পানি ও জ্বালানির মতো চারটি অন্যান্য খাত এসপিপি পাইলটিংয়ের জন্য বিবেচনা করা হচ্ছে। বিপিপিএ সংশ্লিষ্ট ক্রয়কারী সংস্থাগুলো থেকে এই জন্য ফোকাল ব্যক্তিদের নির্বাচন করেছে।
বিপিপিএর সিইও বলেন, এসপিপি বাস্তবায়নের জন্য সক্ষমতা উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। এজন্য প্রথম গ্রুপে ৩৮ জন মাস্টার প্রশিক্ষককে এসপিপিতে বিশেষজ্ঞ হিসেবে দক্ষ করতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশে আরও প্রশিক্ষক তৈরির জন্য এমন আরও প্রশিক্ষণ আয়োজন করা হবে। টেকসই উন্নয়ন অভীষ্ট ১২ টেকসই ভোগ ও উৎপাদন প্যাটার্ন নিশ্চিত করার কথা বলে এবং এসডিজি লক্ষ্যমাত্রা ১২.৭ জাতীয় নীতিমালা ও  অগ্রাধিকার অনুযায়ী টেকসই সরকারি ক্রয় পদ্ধতির কথা উল্লেখ করে।

 

 

সর্বশেষ - বানিজ্য

আপনার জন্য নির্বাচিত

আমিরাতে ভিসা সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস রাষ্ট্রদূতের

বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নপূরণে আমি অঙ্গীকারবদ্ধ : জাতির উদ্দেশে দেয়া ভাষণে ড. ইউনূস

শান্তি প্রতিষ্ঠার জন্য তথ্যের সততা নিশ্চিতের অঙ্গীকার করতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পরও ভক্তদের আস্থা রাখার আহ্বান তাসকিনের

দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা; বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি

রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

গভর্নর ও বিএসইসির চেয়ারম্যান দ্রুত নিয়োগ দেয়া হবে: উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

চলতি বছর সারাদেশে ৩১ হাজার ৪৬১ মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলি -ট্রাম্প আহত

নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কে পি শর্মা অলি