হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র
টাঙ্গাইলের সিনিয়র সাংবাদিক, দৈনিক কালের স্রোত পত্রিকার সম্পাদক, যুগান্তর পত্রিকার সাবেক প্রতিনিধি, সাবেক ইন্ডিপেন্ডেন্ট ও সময় টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি রেফাজুর রহমানকে গত বৃহস্পতিবার,২৮ নভেম্বর ২০২৪,রাত্র আনুমানিক ৮ টা ১০ মিনিট সময় ক্লাব রোড টাঙ্গাইল এর মাঝা মাঝি স্থানে অতর্কিতভাবে আক্রমণ করে গুরুতর আহত করে ।খবর বাপসনিউজ ।
তথ্য সুএে জানা যায়, সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রীর আহসান ইসলাম টিটুর খুবই কাছের এবং সাবেক এমপির দোসর হিসেবে পরিচিত মনিরের বাসার ভাড়াটিয়া শওকত আকবর এই হামলা করেছে।
আরোও জানা যায় শওকত আকবরের নেতৃত্বেই এই আক্রমণ করা হয়। প্রথমত তিনিই আঘাতটি করেছে।
বিস্তারিত সরাসরি সিনিয়র সাংবাদিক রেফাজুর রহমানের মুখে, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে, অপরাধ প্রকাশের সাংবাদিক খোরশেদ আলমের ভিডিও চিএে দেখুন । দৈনিক কালের স্রোত পত্রিকার সম্পাদক রেফাজুর রহমানের ঊপর অতর্কিতভাবে আক্রমণ করে গুরুতর আহত করার তীব্য প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছেন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ ।
সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাংবাদিক হেলাল মাহমুদ অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করেন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন পক্ষে ।