Thursday , 25 July 2024 | [bangla_date]
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. দুর্ঘটনা
  11. দেশের খবর
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বানিজ্য
  15. বিনোদন

বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
Admin
July 25, 2024 1:14 am

নিজস্ব প্রতিবেদক  : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই সংগঠিত সহিংসতা ও হত্যাকান্ডের ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামের একটি কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে ১৮ জুলাই এক সদস্য বিশিষ্ট এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দেয়া হয়। এ তদন্ত কমিশনের সহায়তায় রয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয়ে ও সংস্কার শাখা।
প্রথম বৈঠক শেষে আজ সাংবাদিকদের সাথে কথা বলেন বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান।
তিনি বলেন, দ্যা কমিশনস অব ইনকোয়ারি এ্যাক্ট ১৯৫৬ এর ৩ ধারার ক্ষমতাবলে সরকার এ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দেয়। তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে সরকার ২০১৮ সালে একটি প্রজ্ঞাপন জারি করে। এর প্রেক্ষিতে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। গত ৫ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ কোটা পদ্ধতি বিলুপ্তির প্রজ্ঞাপনটি বাতিল করে রায় দেয়। হাইকোর্টের এ রায়ের পর কোটা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীগণ আন্দোলন শুরু করে। এ আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই সারাদেশে এক অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয় এবং ৬ জন ব্যক্তি মৃত্যুবরণ করে। এরই পরিপ্রেক্ষিতে আমাকে দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করে দেয়া হয়।
বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান বলেন, গত ১৬ জুলাই ৬ জন ব্যাক্তির মৃত্যুর কারণ উদঘাটন, তাদের মৃত্যুর জন্য দায়ীদের চিন্থিতকরণ ও ৫ থেকে ১৬ জুলাই সংগঠিত অগ্নিসংযোগ লুটপাট সন্ত্রাসী কর্মকা-ের তথ্যাদী ও প্রমাণাদী আগামী ৬ আগস্টের মধ্যে সরাসরি ই-মেইল ডাকযোগে প্রদান করা যাবে। ইতোমধ্যেই কমিশন তাদের কার্যক্রম শুরু করেছে। তারই আলোকে আমরা আজ কমিশনের প্রথম মিটিং করেছি। গণ বিজ্ঞপ্তির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে তথ্যাদি আমরা আহ্বান করবো। নাগরিকগণ কি পদ্ধতিতে তথ্য প্রমাণাদি দিবেন- সেটা  গণবিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। কমিশনের দৈনন্দিন কার্যক্রম প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিচারপতি খন্দকার  দিলীরুজ্জামান বলেন, কমিশন সততা নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
তিনি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেছেন। চলমান পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল পরিদর্শন করবে কমিশন। বেঁধে দেয়া সময় অর্থাৎ ৩০ কার্যদিবসের মধ্যে কমিশন প্রতিবেদন দেয়ার চেষ্টা করবে বলে আশা প্রকাশ করা হয়।
আজ বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় সংস্কার শাখার সচিব মাহমুদুল হোসেন খান, অতিরিক্ত সচিব জাহেদা পারভীন, উপসচিব তানভীর আহমেদ এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্টার মশিয়ার রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বানিজ্য

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার পদত্যাগ -দেশ থেকে পলায়ন

গুমের ঘটনা তদন্ত ও বিচারের জন্য কমিশন গঠন করবে সরকার

কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক

Hello world!

Hello world!

দেশে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ, মারা গেছে ২৭ জন: ত্রাণ উপদেষ্টা

কাপ্তাই কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে

অবিরাম বৃষ্টিতে নোয়াখালী সদর উপজেলায় পানি বেড়েছে

অন্তর্বর্তী সরকার সংবাদপত্র, মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করেছে : নাহিদ

সালমান এফ রহমান ও আনিসুল হক ১০ দিনের রিমান্ড

জাতিসংঘ পুলিশের কার্যক্রমে ফলপ্রসূ অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান