“আমরা সবাই নতুন কামলা, এসো গড়ি গ্রাম বাংলা” এই ¯েøাগানকে সামনে রেখে টাঙ্গাইলে নতুন কুড়ি একতা সঞ্চয় সমিতির উদ্যোগে ও মরহুমা বিলকিস বেগম ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। টাঙ্গাইল পৌরসভার সন্তোষ বাগবাড়ী ৭নং ওয়ার্ডে বর্ষার পানি প্রবেশ করার আগেই ১০০ মিটার এ বাশেঁর সাকোটি তৈরি করেন ফাউন্ডেশনের সদস্যরা। এতে করে দুইপারের স্কুল পড়–য়া ছাত্রছাত্রীসহ প্রায় ৫শতাধিক মানুষ উপকৃত হবে। এ কাজটি পৌর কাউন্সিলরের করার কথা থাকলেও তাকে বার বার জানানোর পরও কনো কর্ণপাত করেননি তিনি। ফলে শুক্রবার (২৮ জুন) সকালে বাঁশ দিয়ে বিশাল এ সাঁকো নির্মাণ করছে উক্ত সংগঠনের সদস্যরা। ভুক্তভোগীরা বলেন, শীত মৌসুমে আমরা পায়ে হেঁটে এ রাস্তায় যাতায়াত করি। কিন্তু বর্ষা আসার সঙ্গে সঙ্গে আমাদের যাতায়াতের রাস্তা পানিতে তলিয়ে যায়। আমরা নৌকা দিয়ে এ স্থান পারাপার হয়ে থাকি। এবার বর্ষা আসার আগেই দ্রæত সাঁকো নির্মাণ করছি। সরকারতো আমাদের দুর্ভোগের জন্য কিছু করবে না তাই দুর্ভোগ লাঘবে সরকারি সহায়তা ছাড়াই মরহুমা বিলকিস বেগম ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সাঁকো নির্মাণ কাজ সম্পর্ন করা হলো। এসময় মরহুমা বিলকিস বেগম ফাউন্ডেশনের প্রস্তাবিত চেয়ারম্যান এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব বলেন, শুধু এই সাকোঁ নয় বর্ষা মৌসুমে এরকম অনেক সাকোঁর দরকার হয়। বৃহত্তর সন্তোষ এলাকায় কোথাও সাকোর প্রয়োজন হলে যুব সমাজের উদ্যোগে মরহুমা বিলকিস বেগম ফাউন্ডেশনের সহায়তায় আমি আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। এসময় ফাউন্ডেশনের সভাপতি ইউনুছ আলী, সাধারন সম্পাদক মামুনুর রশিদ ও কোষাধক্ষ্য মানিক মিয়াসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।