Sunday, December 3, 2023
Homeজনপ্রিয়নির্বাচনে ভোটাররা স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন : রাশেদা সুলতানা

নির্বাচনে ভোটাররা স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন : রাশেদা সুলতানা

কালের স্রোত ডেস্ক  : নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কমিশন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে।
রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের (ইসি) ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রতি আস্থা রাখুন। আসুন, নির্বাচন করুন। নিঃসন্দেহে আপনারা একটা ভালো সুষ্ঠু, সুন্দর, নির্বাচন করার সুযোগ পাবেন। ভোটাররা এসে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের যাকে ইচ্ছা তাকে মনোনীত করতে পারবেন। নিশ্চয়ই আমরা লেভেল প্লেয়িং ফিল্ড  তৈরি করবো।’
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা এসব কথা বলেন।
বিএনপিসহ সব দলকে নির্বাচনে আসার সুযোগ তৈরি করে দেয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা ভোটে আসতে চাইছেন না, তারা যদি আসার ইচ্ছা ইসিতে ফরমালি জানান; আলোচনা করে স্পেস তৈরি করা যাবে।’
নির্বাচন কমিশনার বলেন, ‘নিশ্চয়ই আমরা আলোচনা করবো, সিদ্ধান্ত নেবো। উনারা সিদ্ধান্ত নিলে, আসতে চাইলে অবশ্যই আমরা ওয়েলকাম করবো। কখনোই চাইবো না যে উনারা আসতে চেয়েছেন, আর আমরা ফিরিয়ে দেবো; এটা হবে না।’
তিনি বলেন, ‘উনারা যদি আসেন, আমরা কমিশনাররা বসবো, আইন-কানুন দেখবো। তারপর যেটা সিদ্ধান্ত হয়। অগ্রিম কিছু বলতে পারবো না। এলে তো বিবেচনা করবোই। অবশ্যই করবো। আমরা তো চাই সব দল এসে একটা সুন্দর নির্বাচন হোক। ২০১৮ সালের নির্বাচনে কিন্তু উনাদের জন্য একটু স্পেস তৈরি করা হয়েছিল। যেভাবে আইনে আছে, সেভাবেই করা হবে। তবে আমি ডিটেইল আর কিছু বলবো না। উনারা আসলে আমরা ওয়েলকাম করবো। এটার জন্য উনাদের জন্য আইন অনুযায়ী যেভাবে পথ সৃষ্টি করতে হবে সেভাবে করবো। কিন্তু আগেই বলবো না।’সুত্র-বাসস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

সম্পাদক ও প্রকাশকঃ

রেফাজুর রহমান
১০/২ , মতিঝিল ঢাকা-১০০০
ই-মেইল : dailykalersrot24@gmail.com