কালের স্রোত ডেস্ক : বিশ্বকাপে ইংল্যান্ডের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও খেলতে পারছেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে আগামী ১৩ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ফিরতে পারেন উইলিয়ামসন। এমনটা জানিয়েছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড।
আগামীকাল হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে বিশ^কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ঐ ম্যাচ থেকে ছিটকে যাবার খবর দেওয়ার পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে উইলিয়ামসনের ফেরার ইঙ্গিত দিলেন স্টিড।
স্টিড বলেন, ‘ভালো উন্নতি করছে উইলিয়ামসন। এখনও ফিল্ডিংয়ের ক্ষেত্রে আরো উন্নতির প্রয়োজন আছে। আমরা আত্মবিশ্বাসী, তৃতীয় ম্যাচে দলের হয়ে খেলবে সে। এই মুহূর্তে আমরা উইলিয়ামসনকে নিয়ে ভাবছি, তৃতীয় ম্যাচ থেকেই টুর্নামেন্ট শুরু করবে সে।
আগামী ১৩ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ফিরতে পারেন উইলিয়ামসন
Recent Comments
Hello world!
on