Sunday, December 3, 2023
Homeরাজধানীডিএমপি কমিশনারের সঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আনন্দে দিন কাটালো শিশুরা

ডিএমপি কমিশনারের সঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আনন্দে দিন কাটালো শিশুরা

কালের স্রোত ডেস্ক  : বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে আনন্দে দিন কাটিয়েছে শিশুরা।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে আয়োজিত ‘পুলিশ আমার বন্ধু’ শীর্ষক একটি অনুষ্ঠানে শিশুরা ডিএমপি কমিশনারকে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পায়।
ডিএমপি প্রধান বিনয়ের সাথে তাদের সকল প্রশ্নের উত্তর দেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের মাঝে চকলেট ও ম্যাংগো বার বিতরণ করেন।
‘শিশুদের জন্য বিনিয়োগ, ভবিষ্যৎ বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য নিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের চতুর্থ দিনে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন ও চেয়ারম্যান লাকী ইনামসহ চার শতাধিক শিশু ও তাদের অভিভাবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, যানজট ঢাকা মহানগরীর সবচেয়ে বড় সমস্যা। তিনি বলেন, দুই কোটি জনসংখ্যার এই শহরের মানুষ সচেতন হলে যানজট অনেকাংশে কমানো সম্ভব।
তিনি নগরবাসীকে সড়কে চলাচলের সময় ‘আমি যেন চলাচলের সময় সড়কে যানজটের কারণ না হই’- এ স্লোগান মেনে চলার আহ্বান জানান।
তিনি বলেন, ‘ডিএমপি কমিশনার হিসেবে যোগদানের খুব অল্প সময়ের মধ্যে সাংবাদিকদের অনুরোধে ৪৮ ঘণ্টার মধ্যে আমি ডিএমপি মিডিয়া সেন্টারের সংস্কারের ব্যবস্থা করেছি। এছাড়া খুব শিগগির একটি হটলাইন নম্বর ‘মেসেজ টু কমিশনার’ চালু হবে।’
ডিএমপি প্রধান বলেন, পুলিশ সম্পর্কে অনেকেরই নেতিবাচক ধারণা থাকলেও তারা কখনো পুলিশের সাহায্য চেয়ে যোগাযোগ করেননি।
তিনি আরও বলেন, ‘দেশ যেমন বদলাচ্ছে, পুলিশও বদলাচ্ছে, উন্নয়নের পথে এগিয়ে যেতে পুলিশ একধাপ এগিয়ে। পুলিশের সাফল্যে সবার সহযোগিতা প্রয়োজন।’
হাবিবুর রহমান যেসব শিশু বড় হয়ে পুলিশ অফিসার হতে চায় তাদের সাধুবাদ জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

সম্পাদক ও প্রকাশকঃ

রেফাজুর রহমান
১০/২ , মতিঝিল ঢাকা-১০০০
ই-মেইল : dailykalersrot24@gmail.com