Thursday, December 7, 2023
Homeদেশের খবরফেনী সদর উপজেলায় শিক্ষার্থী, নারী ও কৃষকদের উপহার প্রদান

ফেনী সদর উপজেলায় শিক্ষার্থী, নারী ও কৃষকদের উপহার প্রদান

কালের স্রোত ডেস্ক : জেলায় আজ সদর উপজেলা পরিষদের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল ও নারীদের মধ্যে উপহার হিসাবে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, প্রান্তিক কৃষকদের কৃষি উপকরণ এবং বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে ক্রীড়া সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
আজ সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রায় একহাজার ব্যক্তি ও সংগঠনের মধ্যে এ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্ল্যাহ বিকম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্ল্যাহ খোন্দকার ও মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা জুসি, কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল জানান, প্রায় ৫০লাখ টাকা ব্যয়ে উপহার হিসাবে ২২০ জন ছাত্রীকে বাইসাইকেল, ১৫০ জন কৃষককে ফসলে ঔষধ ছিটানোর যন্ত্র, একশ’ জন অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন, ছয়শ’ ব্যাক্তি ও সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

সম্পাদক ও প্রকাশকঃ

রেফাজুর রহমান
১০/২ , মতিঝিল ঢাকা-১০০০
ই-মেইল : dailykalersrot24@gmail.com