লাইভ স্ট্রিমে নিউইয়র্ক-ঢাকায় ৭০ লাখ ডলার হাতিয়েছেন দুই ভাই

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধি (যুক্তরাষ্ট্র)
নূর নবী চৌধুরী (৫৬) ও মোহাম্মদ রহমান (৩৬)। নূর নবী থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের চিকতোয়াগায়, আর মোঃরহমান থাকেন ঢাকায়। দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, পরিচয় গোপন করে বেআইনি লাইভ স্ট্রিম (ডিজিটাল সম্প্রচার) চালিয়ে গ্রাহকদের কাছ থেকে তাঁরা ৭০ লাখ ডলার হাতিয়ে নিয়েছেন। এ জন্য আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে নূর নবী চৌধুরী ও মোহাম্মদ রহমানকে। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন নূর নবী চৌধুরী ।নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে চলছে বিচার। স্থানীয় সময় গত মঙ্গলবার আমেরিকার বিচার বিভাগের পাবলিক অ্যাফেয়ার্স দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এই দুই ভাই অবৈধভাবে এমন একটি ডিজিটাল সম্প্রচার পরিষেবা পরিচালনা করতেন, যেখানে গ্রাহকেরা নির্দিষ্ট অর্থের বিনিময়ে আধেয় (কনটেন্ট) দেখার সুযোগ পেতেন। বিশেষত সরাসরি খেলা দেখা ও টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো দেখতে পেতেন। কোনো কোনো আধেয় ছিল মেধাস্বত্বের বা কপিরাইটের আওতাধীন। এসব আধেয় সম্প্রচার করা হতো প্রকৃত কপিরাইট মালিকদের অনুমতি ছাড়াই।
আদালতের নথিতে দেখা গেছে, নূর নবী চৌধুরী ও তাঁর ভাই মোহাম্মদ রহমান কয়েক বছর ধরে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ‘২৪৭ টিভি স্ট্রিম’ নামের ডিজিটাল সম্প্রচার পরিষেবার মাধ্যমে দুই ভাই গ্রাহকদের কাছ থেকে ৭০ লাখ ডলারের বেশি সাবস্ক্রিপশন ফি নিয়েছেন।এরই মধ্যে নূর নবী চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। আর মোহাম্মদ রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দুই ভাইয়ের প্রত্যেকের ২ থেকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড (বিভিন্ন অভিযোগ প্রমাণসাপেক্ষে) হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *