পূর্বাচলে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার : শেখ হাসিনা ও পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কালের স্রোত ডেস্ক ঃ শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে দুদক আজ মামলা দায়ের করেছে। তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা দায়ের করেছে।

এই মামলায় জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো: শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞাসহ অন্য আসামিরা হলেন- অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য (উন্নয়ন) সামসুদ্দীন আহমদ চৌধুরী, উপ-পরিচালক (এস্টেট ও ভূমি) মো. হাফিজুর রহমান, উপ-পরিচালক (চলতি দায়িত্ব) এস্টেট ও ভূমি, হাবিবুর রহমান, পরিচালক (এস্টেট ও ভূমি) শেখ শাহিনুল ইসলাম, সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, তদন্তে তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে পুতুলের নামে প্লট বরাদ্দের অভিযোগের সত্যতা পাওয়ায় দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় দুদকের সমন্বিত জেলা ঢাকা-১ এ রোববার মামলাটি (নম্বর-৩৯) দায়ের করেন সংস্থার সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে নিজের নামে এবং নিজ মেয়ে পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা, বোনের ছেলে রিদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে আজমিনা সিদ্দিক এর  নামে একসাথে ৬০ কাঠার প্লট প্রাপ্তিতে তথ্য গোপন করে সরকারি কর্মচারীদের ‘প্রভাবিত ও ক্ষমতার অপব্যবহার করেছেন’।

মামলার এজহারে বলা হয়েছে, পুতুলের নিজের বা তার পরিবারের অন্য সদস্যদের নামে ঢাকা শহরে রাজউকের এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকা স্বত্বেও তারা তথ্য গোপন করেছেন।

দুদক মহাপরিচালক বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সময়ে তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের নামে প্লট নিয়েছেন এবং মেয়ে পুতুলসহ পরিবারের আরো পাঁচ সদস্যের নামে ৬০ কাঠা প্লট বরাদ্দ নিয়েছেন।

দুদক সূত্র জানিয়েছে, পুতুলের বিরুদ্ধে আজ মামলা দায়ের করা হলেও আগামী কয়েকদিনের মধ্যে শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে পৃথক মামলার প্রস্তুতি চলছে।

পুতুলের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, আসামিরা একে অন্যের সঙ্গে যোগসাজশ করে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার জন্য পুতুলের নামে প্লট বরাদ্দ দিয়েছেন। এক্ষেত্রে তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগও আনা হয়েছে।

পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর সড়কের আশপাশের এলাকায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তার ছেলে রিদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।

শেখ হাসিনার নামে বরাদ্দ হওয়া ১০ কাঠার প্লট নম্বর হচ্ছে ০০৯। ২০২২ সালের ৩ অগাস্ট তার নামে রাজউক প্লটের বরাদ্দপত্র দেয়া হয়েছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এর প্লট নম্বর ০১৫, এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এর প্লট নম্বর ০১৭ ।

শেখ রেহানার নামে বরাদ্দ দেয়া ১০ কাঠার প্লট নম্বর হচ্ছে ০১৩, তার ছেলে রিদওয়ান মুজিব সিদ্দিকের প্লট নম্বর ০১১ এবং মেয়ে আজমিনা সিদ্দিকের প্লট নম্বর ০১৯। শেখ হাসিনা পরিবারের ৬ জনের নামে বরাদ্দ হওয়া ১০ কাঠার প্রত্যেকটি প্লট পাশাপাশি অবস্থিত এবং ৬০ কাঠার একটি বাউন্ডারি।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা পালিয়ে যাবার পর দুদক ২৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের পাঁচ সদস্যের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে রাজউকের বরাদ্দ করা প্লট বাতিল করার বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ মিসবাহ উদ্দীনসহ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী রিট আবেদন করেছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *