স্টাফ রিপোর্টারঃ
১। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ আলা উদ্দিন (৪১), পিতা-মোঃ নাজিম উদ্দিন, সাং-চরগুল্লাখালী, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী এবং সহযোগী ২। মোঃ কামরুজ্জামান (২৬), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-দনুসারা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ৩। মোঃ আঃ খালেক (৪৫), পিতা-মৃত আঃ আজিজ, সাং-দনুসারা, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাদের হেফাজত হতে ২২.৫০০ কেজি গাঁজা, ০১টি কাভার্ডভ্যান, ০১ টি ড্রাইভিং লাইসেন্স, ০৪ টি মোবাইলফোন, ০১ টি এটিএম কার্ড এবং নগদ ৪৯০৫/- টাকাসহ ০২/১২/২০২২ তারিখ ১৫১০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর মিডিয়া অফিসার।
২। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীগণ তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ উক্ত চক্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে অবৈধ গাঁজা কাভার্ডভ্যান যোগে বহন করে আসছে। এছাড়াও তারা অবৈধ গাঁজা নিজ হেফাজতে রেখে নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।
৩। ধৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।