স্টাফ রিপোর্টারঃ
শুক্রবার ( ২৭ জানুয়ারি) ঢাকার পূর্বাচলে এই প্রীতিভোজ ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উদয় হাকিমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব, বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সভাপতি সাধারন সম্পাদকসহ অন্যান্য সাংবাদিকরা।
সভায় জেলার সভাপতি ও সাধারন সম্পাদকরা বক্তব্য রাখেন এবং সমিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন,বৃহত্তর ময়মনসিংহ সমিতিকে সামনের দিকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার কথাও জানান।
বৃহত্তর ময়মনসিংহ সমিতির সাধারন সম্পাদক উদয় হাকিম সমিতির বিগত কার্যক্রম তুলে ধরেন এবং বিভিন্ন জেলার নেতৃবৃন্দকে তাদের নিজ জেলার কমিটি তৈরি করার আহবান জানান, এবং কেন্দ্র থেকে সার্বিক সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।
এ সময় বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি মোল্লা জালাল জানান গত দুই বছর কোভিডের কারণে সবকিছু বন্ধ থাকায় সমিতির কার্যক্রম বৃহৎ পরিসরে করা সম্ভব হয়নি, আর বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি কোন দল নয়, ক্লাব বা প্রতিষ্ঠান নয়। এটি একটি ‘মাই ম্যান কনসেপ্ট’। মাই ম্যান কনসেপ্ট হচ্ছে এমনই একটি বিষয়। ‘আমরা মাই ম্যানরা যখন ঐক্যবদ্ধ থাকি তখন সকল অর্জন আমাদের পক্ষে আসে। তাই আগামীতে এই কনসেপ্টকে আরও শক্তিশালী করা হবে। তিনি এই সমিতিকে এগিয়ে নিয়ে যেতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরে জাতীয় প্রেসক্লাবসহ অন্যান্য সংগঠনের নবনির্বাচিত সদস্যদের সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।